ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসি কোম্পানিটিকে এই বিষয়ে চিঠি দিয়েছে। বিএসইসির সম্মতি অনুযায়ি, লিগ্যাসি ফুটওয়্যার ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে।
পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানিটি থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করা হবে। যা বিদ্যমান শেয়ারহোল্ডার এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে। বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। যা বিএসইসির সম্মতি অনুযায়ি ৩০ কোটি বৃদ্ধি শেষে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিগ্যাসি ফুটওয়্যারের ১ কোটি ০ লাখ ৭৯ হাজার ৯৮০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭.২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৭৮ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ২০২২ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আগের বছর ২০২১ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।