বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
বোর্ড মিটিং
বোর্ড মিটিং

১৭ কোম্পানির ইপিএস ও লভ্যাংশের তারিখ ঘোষণা

পপুলেশন ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: বিবিএস ক্যাবলস লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, মেরিকো বাংলাদেশ লিমিটে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড, নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, আরএকে সিরামিকস, ইনটেক লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডে, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এবং কৃষিবিদ ফিড লিমিটেড ।

বিবিএস ক্যাবলস লিমিটেড: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এডিএন টেলিকম লিমিটেড: পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আইসিবি: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

মেরিকো বাংলাদেশ লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৩জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি, বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫২ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৪ টাকা ৯৭ পয়সা।

নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯১ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরএকে সিরামিক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৫টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় আরএকে সিরামিকস লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

ইনটেক লিমিটেড: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৫টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, সভায় ইনটেক লিমিটেডের ৩০ জুন ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পেনিনসুলার চিটাগং: পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি, বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩৩ পয়সা।

ইস্টার্ণ হাউজিং লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ৩ অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সিঙ্গার বিডি: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১, ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি, বিকাল সাড়ে ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২৪ পয়সা।

কৃষিবিদ ফিড লিমিটেড: কৃষিবিদ ফিড লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পর্ষদ সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ সংক্রান্ত তথ্যও জানাবে প্রতিষ্ঠানটি। আগের অর্থবছরে (২০২১) ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কৃষিবিদ ফিড।

Check Also

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

bo-account

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৪ হাজারের উপর। ৫ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে বিনিয়েঅগকারী বেড়েছে ৪ হাজারের উপর

বিএসইসি

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

আর্থিক প্রতিবেদন

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights