বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পরিবার পরিকল্পনা অফিসে শক্তিশালী নিয়োগ,বদলী ও প্রশিক্ষণ বাণিজ্য সিন্ডিকেট!

সিলেট থেকে সালমান আহমেদঃ পর্ব – ০১


সিলেট জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টেনো বাশির উদ্দিন, একই অফিসে সংযুক্তিতে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী বরুণ ছত্রী, সিলেট উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী চন্দন রায় এবং আঞ্চলিক পণ্যাগারে সংযুক্তিতে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী মোঃ মনসুর আহমেদ এর সমন্বয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগে গড়ে উঠেছে এক শক্তিশালী দূর্ণীতি চক্র । অভিযোগ রয়েছে এসকল বাণিজ্যে নেতৃত্ব দিয়ে আসছেন উপপরিচালক জনাব লুৎফুন্নাহার জেসমিন। এই মূহুর্তে সিলেটে আলোচিত বিষয় হচ্ছে, কোন ধরণের পরীক্ষায় অংশ গ্রহণ না করেও ৯ জন পরিবার কল্যাণ সহকারীর নিয়োগ পাওয়া নিয়ে। এ প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা যায়, আজ থেকে প্রায় ৩/৪ বছর আগে পরিবার পরিকল্পনা সহকারী মোঃ মনসুর আহমেদের জেলা পরিবার পরিকল্পনা অফিসের সংযুক্তি আদেশ পরিবার পরিকল্পনা অদিদপ্তর থেকে মারাত্মক অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয় এবং তাকে নিজ কর্মস্থল কোম্পানিগঞ্জ উপজেলায় যোগদানের জন্য বলা হয়। কিন্তু অভিযোগ রয়েছে সকল অপকর্মের মাস্টার মাইন্ড  এই  আলোচিত কর্মচারী হওয়ায় ১৫ বছরের চাকরি জীবনে কোন দিনও নিজ কর্মস্থলে যেতে হয়নি। লিখিত কোন আদেশ ছাড়াই তিনি জেলা পরিবার পরিকল্পনা অফিসের গুরুত্বপূর্ণ সকল ফাইলের দখল রাখতেন এবং সকলকে এক প্রকার জিম্মি করে নিজের শ্যালিকা/জেঠীসহ সবাইকে ভূয়া নাগরিকত্ব দেখিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটে এনে চাকরি দিয়ে দেন! সর্বশেষ গত ৮ ডিসেম্বর ২০২২ তারিখে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অফিসের স্মারক নং ৫৯.১১.৯১০০.০১৫.১১.০১৫.২২-৫৬৫ এর মাধ্যমে আয়া পদে নিয়োগ আদেশের ৬ নং ক্রমিকের রোল নং ১৩০৫১০২১৩ এর প্রার্থী জনাব তাছলিমা নাছরিন , পিতা- মোঃ ইব্রাহিম আলী নিজ ঠিকানা দেখান ৫৫ সাগরদিঘীরপাড়, সিলেট ! অথচ খোঁজ নিয়ে দেখা গেছে এই প্রার্থীর মূল বাড়ি সুনামগঞ্জ জেলা এবং যে ঠিকানা দেখানো হয়েছে তা এক সময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের ঠিকানা ছিল। মূলত এই প্রার্থী আলোচিত নিয়োগ-বদলী -প্রশিক্ষণ বাণিজ্যের মাস্টার মাইন্ড মনসুর আহমেদের সম্পর্কে আপন শ্যালিকা !  এভাবে ভূঁয়া ঠিকানা ব্যবহার করে বিগত কয়েকটি নিয়োগে তার এবং তার পরিবাররের সকলের চাকরি নিশ্চিত করেছেন ! এছাড়াও  উক্ত আদেশের ২ নং ক্রমিকের  প্রার্থী রিপা নায়েক, জেলা পরিবার পরিকল্পনা অফিসে সংযুক্তিতে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী বরুণ ছত্রী‘র স্ত্রী ! একই ভাবে সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ১৫ বছর ধরে টানা কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী জনাব চন্দন রায়ও নিয়োগ বাণিজ্যে আরেক মাস্টার মাইন্ড বলে অভিযোগ রয়েছে।তবে  সকল সিন্ডিকেইট কাজের নিয়ন্ত্রণ জেলা অফিসের স্টেনো বাসির উদ্দিনের হাতে।

এছাড়াও অভিযোগ রয়েছে, পরিবার পরিকল্পনা বিভাগের যাবতীয় প্রশিক্ষণের তালিকা তাদের হাত ধরে হওয়াতে তাদের পছন্দের কর্মচারীগণ সব সময় প্রশিক্ষণের সুযোগ পান। একই ব্যক্তি বার বার একই প্রশিক্ষণ পাচ্ছেন। সিলেট জেলার অন্তত ৯ জন পরিবার কলাণ পরিদর্শিকা ও এসএসিএমও অভিযোগ করেন যে, কোন প্রশিক্ষণে নাম দিতে হলে বরুণ ছত্রী ও বাশির উদ্দিনকে এক হাজার টাকা করে চাঁদা দিতে হয় । এছাড়াও ভবিষ্য তহবিল হইতে ঋণ, লাম গ্রান্ট কিংবা পেনশনের ক্ষেত্রে মোটা অংকের চাঁদা দিতে হয় আলোচিত এই দুইজনকে। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের অনেক কর্মকর্তার সাথে আলাপকালে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

পরবর্তী পর্বে আসছে নিয়োগ বাণিজ্য নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য— আবেদন না করেও সরকারী চাকরিতে নিয়োগের রমরমা বাণিজ্য সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগে—–

ঢাকা প্রেস ঃ ২৮ মার্চ ২০২৩

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সিলেটে পরিবার পরিকল্পনা কেলেঙ্কারির অন্যতম আসামীর বিভাগীয় অফিসে পদায়ন ! ফুরফুরে মেজাজে আলোচিত সিন্ডিকেট!

সিলেটে পরিবার পরিকল্পনা কেলেঙ্কারির অন্যতম আসামীর বিভাগীয় অফিসে পদায়ন ! ফুরফুরে মেজাজে আলোচিত সিন্ডিকেট!

সিলেটে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমির বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

সিলেটে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমির বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights