বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ

সিলেটে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমির বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

সিলেট প্রতিনিধি ঃ সিলেট শহরের ইসলামপুরে অবস্থিত স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘হলি সিটি ক্রিয়েটিভ একাডেমি’র ২০২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ঝাকঝমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বিগত ৩ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গঁনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট ডেভেলাপমেন্টের প্রতিষ্ঠাতা , বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব এস এম আলমগীর। স্কুলের শিক্ষক মন্ডলী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ার  এস এম জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে সমাজ বিনির্মাণে শিশুর  মানসিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও শিশুর বিকাশে একটি মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবদান এবং আবশ্যকতা তোলে ধরেন। এক্ষেত্রে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম আলমগীর বিদ্যালয়ের পড়ালেখাসহ সার্বিক চিত্র উপস্থাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি, এলাকার কমিউনিটি নেতা জনাব শিপু, সেনা সদস্য আং রহমান প্রমূখ।

৩ ডিসেম্বর, ২০২৩/ ঢাকা প্রেস বিডি

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights