ঢাকা প্রেসঃ পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে বিদায়ী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) শেয়ারবাজারে চার দিন লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চার দিনে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির, অপরিবর্তিত রয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে অ্যাপেক্স ফুডের। সপ্তাহের শুরুতে অ্যাপেক্স ফুডের উদ্বোধনী দর ছিল ২৮১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৯৩ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১২ টাকা বা ৩৯.৭৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের ৩৮.৩৬ শতাংশ, সোনালী আঁশের ২১.৫৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.১৫ শতাংশ, মনোস্পুল পেপারের ১৫.৭৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৬.৬৭ শতাংশ, বিচ হ্যাচারির ১৪.২৫ শতাংশ, আইটি কনসাল্টন্টের ১১.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৫৯ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের ১১.৫০ শতাংশ দর বেড়েছে।