ঢাকা প্রেসঃ পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে বিদায়ী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) শেয়ারবাজারে চার দিন লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চার দিনে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির, অপরিবর্তিত রয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে উত্তরা ব্যাংক লিমিটেড। সপ্তাহের শুরুতে উত্তরা ব্যাংকের উদ্বোধনী দর ছিল ২৫ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২২ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা বা ১২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৯.২১ শতাংশ, লিগ্যাছি ফুটওয়ারের ৮.৩৭ শতাংশ, ন্যাশনাল টির ৮.৩২ শতাংশ, সমতা লেদারের ৬.৮১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৭৫ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ৫.২০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৪.১৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৬৭ শতাংশ এবং অ্যাপেক্স ফুটওয়ারের ৩.২৯ শতাংশ দর কমেছে।