ঢাকা প্রেসঃ পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে বিদায়ী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) শেয়ারবাজারে চার দিন লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চার দিনের লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ইউনিক হোটেল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ইউনিক হোটেলের ২ কোটি ৫২ লাখ ১২ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, সী পার্ল হোটেল, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।