ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ৩০ জুন ২০২৩ পর্যন্ত কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৪৬ কোটি ২০ লাখ টাকা। আগের বছরে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২ কোটি ৩৯ লাখ টাকা।
স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১০ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ২০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সা।
ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) এবং (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৮৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৭ পয়সা। সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৫৮ পয়সা। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ২৭ পয়সা।