পপুলেশন ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩২৮টি প্রতিষ্ঠান। যার মাঝে দর বেড়েছে ৩৬টির, দর কমেছে ৫৭টির, এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩৫টির। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৭৭৮ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৭২০ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ৪০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ৭.১১ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.২২ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৯৯ শতাংশ, লুবরেফের ৩.২০ শতাংশ, বিডি থাই ফুডের ২.৫৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ২.১১ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.০৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.০১ শতাংশ এবং সেন্ট্রাল ইন্সুরেন্সের ১.৮৪ শতাংশ দর কমেছে।