ঢাকা প্রেসঃপুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এই তিন কোম্পানি বোর্ড সভা ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে: প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
কোম্পানি দুটির মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ০৬ এপ্রিল বেলা ২:৩০ টায়, প্রাইম ব্যাংকের বোর্ড সভা আগামী ০৫ এপ্রল বিকেল ৩ টায় এবং আইডিএরসি ফাইন্যান্সের বোর্ড সভা আগামী ০৬ এপ্রিল বেলা ২টায় অনুষ্ঠিত হবে।