বুধবার , ৩০ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য ডিকসনের বার্তা। ০৩ এপ্রিল ২০২০, populationnewdbd.com

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন চারটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি এক ভিডিওবার্তায় এ বার্তা দেন।হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আজ আমি চারটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।প্রথমত, এই সময়টি আমাদের সবার জন্য কঠিন ও অনিশ্চয়তার। আমি বুঝতে পারছি এই সময়টি সেই সব ব্রিটিশ নাগরিকদের জন্যেও কঠিন যারা বাংলাদেশে এসে এখন চাইলেও আর যুক্তরাজ্যে ফিরতে পারছেন না।দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পূর্বঘোষিত ৭ এপ্রিল থেকে প্লেন চলাচল পুনরায় শুরু হয়। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা আশা করছি এই ফ্লাইট আবার সচল হবে। তবে এই মুহূর্তে আমরা নিশ্চিত জানি না এই ফ্লাইট আসলেই সচল হবে কিনা। তাই আমরা এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই।তৃতীয়ত, আপনারা অনেকে জেনে থাকবেন বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী একটি বড় আকারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে ফিরিয়ে আনার কার্যক্রমের আওতায় সেই সব এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে ব্রিটিশ নাগরিকদের বেশ বড় একটি সংখ্যা আটকা পড়েছেন অথবা আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা গুরুতর ঝুঁকির সম্মুখীন এবং তাদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ছাড়া আর কোনো উপায়ই নেই। ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন লন্ডনের সিদ্ধান্তগ্রহণকারী নীতিনির্ধারকরা বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা সম্পর্কে আরো অবগত হন। বিষয়গুলো যেন তাদের পরিকল্পনায় প্রতিফলিত হয়। আমার আলোচনা করা চতুর্থ বিষয়টি আগে উল্লেখিত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনাদের অনুরোধ করছি, সব সময় আমাদের ট্র্যাভেল অ্যাডভাইসে চোখ রাখবেন। এই ট্র্যাভেল অ্যাডভাইস আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন এবং একই সঙ্গে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করবেন। ফ্লাইট সম্পর্কে জরুরি তথ্য পেলে আমরা আপনাদের অবশ্যই জানাবো।

Check Also

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

শূন্য আয়ের ই-টিআইএন ধারীরাও দিবে কর । ২৩ মে ২০২৩

শূন্য আয়ের ই-টিআইএন ধারীরাও দিবে কর

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : মোমেন

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : মোমেন

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর।

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights