সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
বীমা খাত
বীমা খাত

পুঁজিবাজারে সূচকের কারেকশন হলেও বীমা খাতের শেয়ারে সুবাতাস।

ঢাকা প্রেসঃ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। মুলত দিনশেষে শেয়ার বিক্রির চাপে ঘুরে দাঁড়াতো পারেনি। তবে সূচকের দরপতন হলেও বীমা খাতের শেয়ারের কিছুটা প্রভাব ছিল। অধিকাংশ বীমা খাতের শেয়ারের উর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএইতে সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। ডিএসইতে সূচক কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে মঙ্গল ও বুধবার দুদিন উত্থানের পর আজ দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ মোট ১৪ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার ৪৪৬টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭২ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৪ দশমিক ৩৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪টি এবং কমেছে ৭৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৭টির। অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ৫৭টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স ৭ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে।

Check Also

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

bo-account

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৪ হাজারের উপর। ৫ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে বিনিয়েঅগকারী বেড়েছে ৪ হাজারের উপর

বিএসইসি

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

আর্থিক প্রতিবেদন

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights