পপুলেশন ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশে আঘাত হেনেছে।
তিনি জানিয়েছেন, আজ (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূল স্পর্শ করে। উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের মূল অংশ আজ মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। সময় যত যাচ্ছে ঘূর্ণিঝড়টি তত শক্তি অর্জন করছে। যার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মূল ভাগ আজ রাত ১২টায় বাংলাদেশে আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী এবং ওই এলাকার দ্বীপ ও চরগুলোকেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সময় অমাবস্যা থাকায় জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে আট ফুট পর্যন্ত বেশি উঠতে পারে। ফলে দেশের উপকূলের বেশির ভাগ এলাকা ওই জোয়ারে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। এর সঙ্গে ভারী বৃষ্টি যুক্ত হওয়ায় দেশের উপকূলের সব কটি জেলায় স্বল্পস্থায়ী বন্যা হতে পারে। দেশের উপকূলের ১৫ জেলার নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।