সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
ক্রিকেট
ক্রিকেট

ঢাকা টেস্ট; স্পিন বলে অসহায় আয়ারল্যান্ড । ৪ এপ্রিল ২০২৩

ঢাকা প্রেসঃ মাত্র তিন টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আয়ারল্যান্ড সবশেষ সাদা পোশাকে ম্যাচ খেলে গত ২০১৯ সালে। দলটিতে নতুনদের ছড়াছড়ি এখন, ওই ম্যাচের মাত্র চারজন টিকে আছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশের বিপক্ষে ছয়জনকে অভিষেক করিয়েছে আইরিশরা। অনভিজ্ঞ দলটি ব্যাটিংয়ে নেমে কিছুটা লড়াই করলেও স্বাগতিক দেশের স্পিনাররা এলোমেলো করে দিয়েছেন তাদের। ১২২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অতিথিরা।

সকালে দলীয় ১১ রানে মারে কামিন্সকে ফিরিয়ে শুভসূচনা করেন পেসার শরিফুল ইসলাম। এরপর জেমস কলামকে ফেরান এবাদত হোসেন, আর অধিনায়ক অ্যান্ডি বলবির্নিকে আউট করেন তাইজুল ইসলাম।

এরপর কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর মিলে ৭৪ রানের জুটিতে স্বাগতিক দলকে হতাশ করতে থাকেন। তখনই মেহেদী হাসান মিরাজের আঘাতে বিদায় নেন অভিষেকে ফিফটি করা টেক্টর। এরপর অভিজ্ঞ তাইজুলের জোড়া আঘাতে দ্রুতই দুই উইকেট হারায় আইরিশরা।

এ প্রতিবেদন লেখার সময় আয়ারল্যান্ড দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights