ঢাকা প্রেসঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। ফান্ডটি ২৭৮ বারে ৪ লাখ ৫২ হাজার ৪৬৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৫শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ১২২ বারে ২০ লাখ ৪৪ হাজার ৮৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ৩৮২ বারে ১ লাখ ৫ হাজার ৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.৯০ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৪২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ এবং সোনালী পেপারের ৩.৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।