সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
ইউসুফ ফ্লাওয়ার মিল
ইউসুফ ফ্লাওয়ার মিল

এসএমই প্ল্যাটফর্মের ইউসুফ ফ্লাওয়ারের দর একদিনে বেড়েছে প্রায় দুই হাজার টাকা! ১৪ নভেম্বর ২০২২

পপুলেশন ডেস্কঃ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের শেয়ারদর লভ্যাংশ ঘোষণার  ১ দিনের ব্যবধানে বেড়েছে প্রায় ২ হাজার টাকা। ডিএসইর তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ওপেন প্রাইস ছিল ২৬ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে যার ফলে শেয়ার দরে কোন লিমিট ছিল না। প্রাইস লিমিট না থাকার দিন লেনদেন শুরু হয় ২০০ টাকায়।

এবং এই শেয়ার দিনের সর্বশেষ লেনদেন হয়েছে ২০০০ টাকায়।এসএমই মার্কেটে স্বল্প মূলধনী কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারদর বেড়েছে ১ হাজার ৯৭৩ দশমিক ৯০ পয়সা। চলতি বছর তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার রয়েছে মাত্র ৬ লাখ ৬ হাজার ৮০০টি। এর মধ্যে আজ মাত্র ৯টি শেয়ার কেনাবেচা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটা অস্বাভাবিক লেনদেন। কে বা কারা এই লেনদেনের অর্ডার দিয়েছে স্টক এক্সচেঞ্জ কিংবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) খতিয়ে দেখা উচিত। কেন এই কোম্পানির শেয়ার অযৌক্তিক মূল্য হাঁকালো। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। এ ধরণের নজীরবিহিন মূল্য বৃদ্ধির কারসাজি এখনই শক্ত হাতে খতিয়ে দেখতে হবে। আর না হলে কারসাজি চক্র তাদের অশুভ কারসাজি চালিয়ে যাবে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সায়। আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। এরজন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২ ডিসেম্বর।

পিএনবি/২০২২

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

bo-account

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৪ হাজারের উপর। ৫ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে বিনিয়েঅগকারী বেড়েছে ৪ হাজারের উপর

বিএসইসি

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

আর্থিক প্রতিবেদন

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights