সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
ভুমিকম্প
ভুমিকম্প

এবার মায়ানমারের ভূমিকম্প কাঁপন বাংলাদেশেও অনুভূত। ২৫ ফেব্রুয়ারি ,২০২৩

ঢাকা প্রেসঃ মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের কক্সবাজার জেলাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) গণমাধ্যমে এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, মিয়ানমারে আঘাত হানা এই ভূমকম্পন বাংলাদেশের কক্সবাজার ও ভারতের কিছু এলাকায়ও অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্পের তথ্য রাখা ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, বঙ্গোপসাগর থেকে ১২৫ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারের আয়াবতী রাজ্যের পাথিন ভূমিকম্পে প্রথম কেঁপে উঠে। এরপর দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর রাখাইন রাজ্যে ৪ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। যা বাংলাদেশের টেকনাফ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছিল।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।

Check Also

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

বাজেট

বাজেটে পুঁজিবাজারের জন্য আছে সুখবর।

বাজেটে পুঁজিবাজারের জন্য আছে সুখবর।

শূন্য আয়ের ই-টিআইএন ধারীরাও দিবে কর । ২৩ মে ২০২৩

শূন্য আয়ের ই-টিআইএন ধারীরাও দিবে কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights