পপুলেশন ডেস্কঃ পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের দরপতন হলেও বীমা খাতের জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারে পালে হাওয়া লেগেছে। এ খাতের ১৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে আজ শেয়ারদর বেড়েছে ১৩টি কোম্পানির। বাকি আর একটি করে শেয়ারদর কমেছে ও ১টির অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩১৮ কোটি ০১ লাখ টাকার শেয়ার। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারের। আজ জীবন বিমা কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ২০.৭৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আজ শেয়ারদর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৯টিই জীবন বিমা কোম্পানি। এই ৯ কোম্পানির মধ্যে আজ প্রগতি লাইফের শেয়ারদর বেড়েছে ৯.৯৭ শতাংশ। এতে করে কোম্পানিটি শেয়ারদর বৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে চার্টার্ড লাইফের ৯.৭৮ শতাংশ।
এছাড়াও, প্রাইম লাইফের ৮.২২ শতাংশ, পদ্মা লাইফের ৬.৬৬ শতাংশ, পপুলার লাইফের ৫.৮২ শতাংশ, ফারইস্ট লাইফের ৫.৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৫.৩৫ শতাংশ, মেঘনা লাইফের ৪.১৭ শতাংশ এবং রূপালী লাইফের ৩.০২ শতাংশ করে শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে লেনদেনের শীর্ষ দশের মধ্যে উঠে এসেছে লাইফ ইন্স্যুরেন্সের দুই কোম্পানি। এই দুই কোম্পানির মধ্যে প্রগতি লাইফ দ্বিতীয় অবস্থান দখল করে ১৫ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর অষ্টম স্থান দখল করে ফারইস্ট লাইফের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকার।