মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ

নারী শিক্ষার অগ্রগতিতে সড়কের বাজার মহিলা কলেজ স্বমহিমায় আবির্ভূত হবে: আশিক চৌধুরী

কানাইঘাট প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের অর্থায়নে নির্মিত সড়কের বাজার মহিলা কলেজের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কলেজের উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, কানাইঘাটে ঐতিহ্যবাহী এলাকা সড়কের বাজারে মহিলা কলেজের উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের নারী শিক্ষার আরো এগিয়ে যাবে। নারী শিক্ষা উন্নয়নে সড়কের বাজার মহিলা কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি এ কলেজ যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে এলাকার দলমত নির্বিশেষে সকল মহলের প্রতি আহŸান জানান।
গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসবাহুল ইসলাম চৌধুরীর পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সুফিয়ান আহমেদ চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, অধ্যাপক মোঃ আব্দুর রহিম, ৩নং দিঘীরপায় পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ৭নং বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান আহমদ, সাতবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ ফয়জুল ইসলাম, সুরাতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবী মাস্টারা ফয়সাল আহমদ, সমাজসেবী শিক্ষানুরাগী  এ কে এম ওলি উল্লাহ, রফিকুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ, ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাসেবি শিক্ষানুরাগী আবুল মনসুর চৌধুরী সাজু।
বক্তব্য রাখেন, গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আসাদুল আলম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর আমিনুর রশিদ, ফাইন্যান্স ডিরেক্টর মাওলানা জামিল আহমেদ, ডাইরেক্টর হাফিজ আহমদ সুজন, ইমরান আহমদ, হেলাল চৌধুরী, মোস্তাক আহমদ, সাইদুল আলম মাসুম, ব্যবসায়ী আব্দুল ওদুদ চৌধুরী, সড়কের বাজার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রভাষক নিশাত তাসনিম, প্রভাষক নাসিমা বেগম, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু সিদ্দিক, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মামুনুর রশিদ মামুন, মাস্টার হারুনুর রশিদ, মাস্টার এস এম আলমগীর, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আশরাফ ফারুক। ইসলামী সংগীত পরিবেশন করেন প্রস্ফুটিত শিল্পী গোষ্ঠী সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ঢাকা প্রেস/২১জুলাই ২০২৫

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

শেয়ারবাজার

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আ.লীগ নিষিদ্ধ প্রসঙ্গে কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি।

আ.লীগ নিষিদ্ধ প্রসঙ্গে কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি

পতনের শীর্ষে শেয়ার

১৪ খাতে বিনিয়োগকারীদের ভয়াবহ লোকসান।

১৪ খাতে বিনিয়োগকারীদের ভয়াবহ লোকসান।

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা! 11 মে ২০২৫ খ্রিঃ

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights