জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নে সকলের সুপরিচিত দ্বিনী শিক্ষা প্রতিষ্টান জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদরাসার কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১১ মে) দুপুর ১১টায় মাদ্রাসা হলরুমে পশ্চিমচটি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় পরিক্ষায় ৩ য় শ্রেণীতে ১০ জন বৃত্তিপ্রাপ্ত এবং সফল ভাবে শতভাগ উত্তীর্ণ ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংঘটনের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে, ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক ও বাহরাইন বিএনপির কেন্দ্রিয় যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত এই দ্বারা অব্যাহত রাখতে হবে। মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নে আমার সহযোগী সবসময় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মাও: ফয়জুল করিম, চিকনাগুল ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার অহিদুর রহমান, সমাজসেবী অলিউর রহমান, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান,নুরুল ইসলাম মঞ্জুর,বশির উদ্দিন, বাদশা মিয়া, জাহেদ হোসেন রুহেল,জহির উদ্দিন, এমদাদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক
মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক
রায়হান আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
Dhakapresbd Trusted Online News Portal