ঢাকা প্রেসঃ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬.৬৮ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৪টির দর বেড়েছে, ৭৬টির দর কমেছে এবং ২০১টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
পতনের দিনেও আজ ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে ৭ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো সবগুলোই ইন্সুরেন্স খাতের। যেগুলো হলো-সেন্ট্রাল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, পূরবী ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্সুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩০ পয়সা, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫০ পয়সা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ২০ পয়সা, ফিনিক্স ইন্সুরেন্সের ৩০ পয়সা, পূরবী ইন্সুরেন্সের ১০ পয়সা, রিপাবলিক ইন্সুরেন্সের ৯০ পয়সা এবং ইউনাইটেড ইন্সুরেন্সের ১০ পয়সা।
কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের লেনদেন হয়েছে ৫৩ হাজার ২৫৭টি, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪ লাখ ৩৭ হাজার ৫৭৪টি, এক্সপ্রেস ইন্সুরেন্সের ২ লাখ ৫২ হাজার ২৯৩টি, ফিনিক্স ইন্সুরেন্সের ১ লাখ ১৫ হাজার ৮৭১টি, পূরবী ইন্সুরেন্সের ইন্সুরেন্সের ৩ লাখ ৭৫ হাজার ৬০০টি, রিপাবলিক ইন্সুরেন্সের ১ লাখ ৩৯ হাজার ৪৫১টি এবং ইউনাইটেড ইন্সুরেন্সের ৩১ হাজার ৫৯২টি শেয়ার।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে নামেমাত্র লেনদেন হয়েছে। সেই হিসাবে আজ কোম্পানিগুলোর বড় লেনদেন হয়েছে বলা যায়।