সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি , সিলেট বিভাগীয় শাখা আয়োজিত পরিবার পরিকল্পনা সহকারী পদ থেকে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সংবর্ধনায় গতকাল ৪ মার্চ ২০২৩ শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি জনাব এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সাবকে সহ সভাপতি ও বাংলাদেশ টেলিভেশনের গীতিকার জনাব সীবেন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি অঞ্চলের প্রাণ পুরুষ, বর্ষীয়ান রাজনীতিবিধ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক। প্রধান আলোচক ছিলেন এ সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমান ওসমানী নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মহিতোষ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জনাব তপন কান্তি ঘোষ, এ সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন, এ সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান ঘিউর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ফরিদুর রহমান ও সকল সংবর্ধিত অতিথি এবং পরিবার পরিকল্পনা সহকারী সমিতি, সিলেট বিভাগের সকল শ্রেণীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান আলোচকের বক্তব্যের জবাবে প্রধান অতিথি বলেন, টিএফপিএ গণের ন্যায্য দাবির সাথে সবসময় ছিলাম ভবিষ্যতেও থাকবো। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টিএফপিএগণের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, এ সরকার কর্মচারী বান্ধব। সুতরাং, সরকার আপনাদের পাশে আছে এবং আপনারাও সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন।

প্রধান আলোচক মহিতোষ মজুমদার বলেন, আমার অত্যন্ত নিকটজন আমার অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের কাছে যখনই গিয়েছি কোনদিনই খালি হাতে ফিরিনি। আমাদের ন্যায্য দাবির পক্ষে তিনি সবসময় আমাদের পাশে ছিলেন এর জন্য আমরা কৃতজ্ঞ।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ বলেন, আজকের এ অনুষ্ঠান একটি চমৎকার উদ্যোগ যার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। তিনি কাজের প্রতি সততা রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য সবাইকে উদ্যোগী থাকতে হবে বলে মত প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ মোশাররফ হোসেন বলেন, এ সংগঠনকে শক্তিশালী করতে হবে। ন্যায্য অদিকার আদায় করতে হলে অবশ্যই সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও তিনি টিএফপিএ সমিতির দীর্ঘ ইতিহাস তুলে ধরেন এবং এমন একটি আয়োজনের ভূয়ঁষী প্রশংসা করেন।
জনাব ফরিদুর রহমান বলেন, এ সংগঠনের নেতৃত্বে প্রায় ১৪ বছর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সংগঠনের প্রায় প্রতিটি অর্জনের পেছনে সাথে ছিলাম। অনেক অনুষ্ঠান হয়েছে, দেখেছি কিন্তু আজকের এ অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদ্বার। বিষেশত ধন্যবাদ এ সংগঠনের সভাপতি ছোট ভাই এস এম জাহাঙ্গীর আলমকে এবং কিং অব সিলেট মহিতোষ মজুমদারকে। তিনি তাঁর বক্তব্যে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার উপর জোর দেন।
সভাপতির বক্তব্যে এস এম জাহাঙ্গীর আলম বলেন, আজকের এ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি/ আমরা ভীষণভাবে আনন্দিত। কারণ, এই চাকরিতে পদার্পণ করে যাদেরকে অগ্রজ সহকর্মী হিসেবে পেয়েছি তাদেরকেই আজ অফিসের প্রধান হিসেবে দেখছি- এ অর্জন অবশ্যই গৌরবের। যাদের ত্যাগের কারণে এ অর্জন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারাটাও একটা গৌরবের বিষয়।

এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের মধ্যে যথাক্রমে মোঃ কামাল উদ্দিন, রিপন চন্দ্র দাশ, মানদা রঞ্জন তালুকদার, মনোরঞ্জন দাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে বাবু বিধান রায়, মোঃ আব্দুল মতিন, মোঃ শাহাদাৎ হোসেন, আবদাল মিয়া চৌঃ, মোঃ সামসুদ্দিন খাঁন, শন্তিময় ভট্টাচার্য প্রমূখ। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যাদের মধ্যে হবিগঞ্জ থেকে জনাব আবুল হাসান, শামীমা বেগম, সিলেট থেকে মোঃ রেদওয়ান মিয়া, সিপা বেগম ও নির্মল চন্দ্র দাস, সুনামগঞ্জ থেকে অশোক চন্দ্র দাস, মাহমুদুল হাসান এবং মৌলভীবাজার থেকে আবুল কালাম ও মোঃ আব্দুল মুক্তাদির প্রমূখ।
ঢাকা প্রেস/মার্চ২০২৩