পপুলেশন ডেস্কঃ প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ আজ (২৪ অক্টোবর) লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেনে অংশ নেওয়া এই কোম্পানিগুলোর মধ্যে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর অবস্থান করছে ফ্লোর প্রাইসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফ্লোর প্রাইসেেআটকা পড়া এই ২২৪টি কোম্পানি সোমবার লেনেদেন অংশ নেওয়া মোট কোম্পানির ৭১ শতাংশের বেশি। আজ লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে আগে থেকেই ফ্লোর প্রাইসে শেয়ারদর ছিলো ২১১ কোম্পানির। আজ নতুন করে ১৪টি কোম্পানি ফ্লোর প্রাইসে যুক্ত হয়েছে।
নতুন করে ফ্লোর প্রাইসে যুক্ত হওয়া এই ১৪টি কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস, ঢাক্কা ডাইং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন,বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, বিএসআরএম,বার্জার পেইন্টস, ন্যাশনাল পলিমার,ইসলামি ব্যাংক, আজিজ পাইপস, জিকিউ বলপেন, রেক্কিট বেনকিজার এবং ইউনিলিভার লিমিটেড।
এ নিয়ে টানা পতনে দেশের শেয়ার বাজারে চলছে নিরব রক্তক্ষরণ। বিনিয়োগকারীগণ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। কিন্তু একটি বিশেষ শ্রেণি ঠিকই কয়েকটি কোম্পানিকে নিয়ে জোয়া খেলে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থাও এখানে নিরব দর্শক!
পিএনবি, ২৪ অক্টোবর ২০২২