সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ

দুষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা।

ঢাকা প্রেসঃ ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান শীর্ষে রয়েছে।

ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ২৩৫ ও ২০০ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

Check Also

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : মোমেন

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : মোমেন

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর।

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর।

ইমরানখান

ইমরান খানের গ্রেফতার অবৈধ আখ্যা দিয়ে মুক্তির নির্দেশ

ইমরান খানের গ্রেফতার অবৈধ আখ্যা দিয়ে মুক্তির নির্দেশ

ইমরানখান

গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

৫০ বছরে দেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্য চায় আইএমএফ।

৫০ বছরে দেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্য চায় আইএমএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights