ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ইন্সুরেন্স কোম্পানি তাদের সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। মেঘনা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৫ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ দশমিক ৩২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৭ দশমিক ২১ টাকা।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ দশমিক ৩৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২২ দশমিক ৫৩ টাকা।
একই দিনে কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩ সাল) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ৬৮ পয়সা।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানিঃ বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ টাকা ১৩ পয়সা । গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০২ টাকা ৯৩ পয়সা ।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ।
আগামী ২০ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ১৭ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ টাকা । গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০৩ টাকা ২৩ পয়সা ।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৮০ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৩২ পয়সা ।
আগামী ২১ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ২২ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
ক্রিস্টাল ইন্সুরেন্সঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ টাকা ৭২ পয়সা । গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০২ টাকা ৮৩ পয়সা ।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০৬ টাকা ০৮ পয়সা ।
আগামী ১৮ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ১৪ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।