ঢাকা প্রেসঃ সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে: ইনটেক ও রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড।
ইনটেক: কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৮ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি –মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০১ পয়সা।তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই -মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১ টাকা ৩১ পয়সা ।
রিং শাইন টেক্সটাইল: কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৫ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা।
গত বছর একই সময়ে ইপিএস ছিল ০১ পয়সা দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে লোকসান ৩ টাকা ২৩ পয়সা।