ঢাকা প্রেসঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৬ বারে ২৮ লাখ ২৩ হাজার ৩১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৬৬৬ বারে ১৪ লাখ ২৪ হাজার ৫৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৯৩ বারে ৮ লাখ ৩৮ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: সমতা লেদারের ৫.১০ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৩৯ শতাংশ, সিনো বাংলার ৩.০৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ২.৭৬ শতাংশ, আরডি ফুডের ২.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৪৩ শতাংশ এবং জেমিনি সী ফুডের ১.৯৯ শতাংশ দর বেড়েছে।