ঢাকা প্রেসঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯০ বারে ৪ লাখ ৫৫ হাজার ৬৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ অটোকার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৫ বারে ৩ লাখ ২ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৫ বারে ১০ লাখ ৭৩ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইউনিয়ন ক্যাপিটালের ৮.৯৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৮.২৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৮ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৩৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ, আজিজ পাইপসের ৪.৩৫ শতাংশ এবং জিকিউ বলপেনের ৪.১৪ শতাংশ দর বেড়েছে।