ঢাকা প্রেসঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৩ বারে ২ লাখ ৭১ হাজার ৭৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সিএপিএম আইবিবি ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬০ শতাংশ কমেছে। ফান্ডটি ১১৯ বারে ১ লাখ ৩৩ হাজার ৪৮৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৪৫ বারে ৩৫হাজার ২১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: পেপার প্রসেসিংয়ের ৪.৯৭ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ৪.৮৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.৯২ শতাংশ, এসিআই ফর্মুলার ৩.৮৫ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৩.৭৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.৬২ শতাংশ, এবং জেনেক্স ইনফোসিসের ৩.৫৭ শতাংশ দর কমেছে।