সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ সংবাদ
বীমা খাত
বীমা খাত

অবশেষে বীমা খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে।

ঢাকা প্রেসঃ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বীমাখাত সহ কয়েক কোম্পানির শেয়ারে ভর করে সূচকের উত্থান হয়েছে। মুলত বেশ কিছু দিন ধরে চলছে বীমা খাতের আধিপত্য। বীমা খাতের শেয়ারে হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে। বৃহস্পতিবার শেয়ারের দর বাড়া ও লেনদেনের ক্ষেত্রে বিমা খাতের দাপট ছিল একচেটিয়া।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩২.২১ শতাংশই বীমা খাতের। লেনদেনে অংশ নেয়া ৫৩টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিরই দর বেড়েছে। এদিন সূচক আট পয়েন্ট বাড়লেও লেনদেন বেড়েছে ২২১ কোটি বা ৩১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫ পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬০১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩৬ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৫টি এবং কমেছে ৫৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮১টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৫ দশমিক ২৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক ২৪ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ টাকা শেয়ার। আগেরদিন মঙ্গলবার ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। আগেরদিন বুধবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৪৮ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৯৩ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টি, কমেছে ৪৫টি এবং পরিবর্তন হয়নি ৯০টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট এবং সিএসসিএক্স ১৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ১৩ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং ১১ হাজার ৯৪ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ দশমিক ১৯

Check Also

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

bo-account

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৪ হাজারের উপর। ৫ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে বিনিয়েঅগকারী বেড়েছে ৪ হাজারের উপর

বিএসইসি

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর ২০২৩

আর্থিক প্রতিবেদন

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাম করেছে ৩ কোম্পানি।

লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১১ আগস্ট ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights